সত্যধর্ম পরিচর্য্যাই পরমানন্দ উৎপাদন করিয়া থাকে।
“সত্যধর্ম পরিচর্য্যাই পরমানন্দ উৎপাদন করিয়া থাকে।” ১/১৩ বেদবাণী। শ্রী শ্রী রাম ঠাকুর।
উপরোক্ত একটি মাত্র বাক্যের মাধ্যমে শ্রী শ্রী রাম ঠাকুরের উপদেশের তাৎপর্য উপলব্ধি করতে হবে।
সত্যধর্ম বলিতে কি বোঝায়? সত্য অর্থাৎ পরমাত্মাকে জানাই ধর্ম। পরিচর্য্যা বলিতে বোঝায় সেবা অর্থাৎ সত্যের সেবাকেই সত্যধর্ম বলে। এ সত্য ধর্মের পরিচর্য্যা করতে করতে পরমানন্দ উৎপাদন হয় থাকে।
শাস্ত্রে বলে কোন প্রাণী 84 লক্ষ জনমের পর মানুষ হয়ে জন্ম নেন এবং ইহাই শ্রেষ্ঠ জনম। ও মানুষ রূপে জন্ম নেওয়ার আগে ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ভগবানের নাম করব, কিন্তু মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই নাম ভুলে যাই অর্থাৎ বাচ্চা তখন ওয়া না বলে কাঁদে অর্থাৎ তোমার নাম করব না। কিন্তু মহাপুরুষ যখন জন্ম নেন, তখন ওয়া বলেই কাঁদেন অর্থাৎ প্রতিশ্রুতি অনুযায়ী ভগবানের নাম , জন্ম থেকেই করেন। আমরা সাধারণ মানুষ যেহেতু, সেহেতু সেই নাম ভুলে গেছি। কিন্তু গুরুজী এসে সেই নাম আমাদেরকে নির্দিষ্ট সময়ে প্রদান করেন।
শ্রী গুরু প্রদত্ত “শ্রী নামের” সেবার মাধ্যমে আমাদের ভগবৎ শক্তি অর্জন করতে হবে অর্থাৎ আমরা সর্বদা যে কোন অবস্থায় অহরহ, অনবরত, শ্রদ্ধা, ভক্তি, দৃঢ় প্রত্যয় অন্ধ বিশ্বাস ও নিষ্ঠা সহকারে “শ্রী নাম” জপ করব। শ্রী গুরুজীর এই আজ্ঞাই শিরোধার্য মেনে আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এ ভাবে নিষ্ঠা সহকারে শ্রী গুরু বাক্য পালন করতে করতে একদিন অবশ্যই আমাদের ভিতরে কূল কুণ্ডলিনী শক্তির জাগরণ হবে এবং ধীরে ধীরে আরো এগিয়ে গেলে নামে রুচি আসবে, পরে ভক্তি, ধীরে ধীরে ভক্তি গাঢ় হয়ে প্রেম উৎপন্ন হবে, আরো পরে বিশুদ্ধ প্রেম এবং অবশেষে অতি বিশুদ্ধ প্রেমের উদয় হবে এবং তখনই সত্য অর্থাৎ পরমাত্মার দর্শন হবে এবং জীবাত্মা পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাবে। তখন পরমানন্দ উৎপাদন হবে। ইহাকেই সত্যধর্ম বলে।
মূল মর্মার্থ:- সত্যধর্ম কি,? সত্য অর্থাৎ পরমাত্মা।
ধর্ম =ধর+ম। কাকে ধরব? অনন্য ভক্তির মাধ্যমে ম অর্থাৎ মাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখব। এই মা জগৎ জননী মা দূর্গা বা অন্নপূর্ণা মা অর্থাৎ যেখানে সত্যের অফুরন্ত ভাণ্ডার। সেখানে কেবল আনন্দই আনন্দ অর্থাৎ পরমানন্দ। শ্রী শ্রী রাম ঠাকুর ইহাকেই পশ্চিম পার বলেছেন যেখানে গেলে সত্যধর্ম জানব। তখন আর মরভূমে অর্থাৎ পূর্ব পারে কামনা বাসনার ক্ষেত্রে আর যেতে হবে না। ইহাই সত্য ধর্মের মাহাত্ম।
সকলকে সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক ভালবাসা এবং শুভেচ্ছা জানাই। জয় রাম। জয় গোপাল। জয় গোবিন্দ। জয় সত্যনারায়ণ। প্রদ্যোৎ কুমার ভৌমিক (চন্দন ভৌমিক), সম্পাদক, শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রম, হরিদ্বার।