ত্রিতাপ জ্বালা ভোগ থেকে মুক্তি কিভাবে হয়?

আধিভৌতিক, আধিদৈবিক ও আধ্যাত্মিক জ্বালাকে  ত্রিতাপ জ্বালা বলে।  আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক এই তিন প্রকার দুঃখ বা কষ্টের সমষ্টিকে বোঝায়। এই তিনটি কষ্টের কারণে মানুষ বা জীবাত্মা বিভিন্ন প্রকার যন্ত্রণা ভোগ করে। আধিভৌতিক দুঃখ:- অন্য জীব বা প্রাকৃতিক শক্তি থেকে সৃষ্ট দুঃখ। যেমন – আঘাত, রোগ, বা প্রাকৃতিক দুর্যোগ। আধিদৈবিক দুঃখ: – প্রাকৃতিক দুর্যোগ, যেমন