Cultivation of True Religion
সত্যধর্ম পরিচর্য্যাই পরমানন্দ উৎপাদন করিয়া থাকে। “সত্যধর্ম পরিচর্য্যাই পরমানন্দ উৎপাদন করিয়া থাকে।” ১/১৩ বেদবাণী। শ্রী শ্রী রাম ঠাকুর। উপরোক্ত একটি মাত্র বাক্যের মাধ্যমে শ্রী শ্রী রাম ঠাকুরের উপদেশের তাৎপর্য উপলব্ধি করতে হবে। সত্যধর্ম বলিতে কি বোঝায়? সত্য অর্থাৎ পরমাত্মাকে জানাই ধর্ম। পরিচর্য্যা বলিতে বোঝায় সেবা অর্থাৎ সত্যের সেবাকেই সত্যধর্ম বলে। এ সত্য ধর্মের পরিচর্য্যা করতে